বুধবার ● ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে ভাগ্নি হত্যায় মামার ফাঁসি
শ্রীপুরে ভাগ্নি হত্যায় মামার ফাঁসি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৭মি.) গাজীপুরের শ্রীপুরে নাজমীন (৭) নামে আপন ভাগ্নিকে গলাকেটে হত্যার দায়ে মামাকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ ছাড়া অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ ২২ নভেম্বর বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এই রায় দেন।
রায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাস করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন : শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার হাসমত আলীর ছেলে মো. রিপন মিয়া (৩৫)। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন : বগুড়া সদরের ভাটকান্দি গ্রামের মো. রহিমের ছেলে রবিউল ইসলাম (২৩) এবং শেরপুর ঝিনাইগাতী থানার দিঘীরপাড় এলাকার মো. মোস্তফার ছেলে মো. মোজাফ্ফর (২১)।
গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, শিশু নাজমীনের মা আছমা বেগমের দ্বিতীয় বিয়ের পর আগের ঘরের সন্তান নাজমীন শ্রীপুরের চকপাড়া এলাকার নানা হাসমত আলীর বাড়িতে থাকত। ২০১৫ সালের ২৯ অক্টোবর সকালে হাসমত আলী তার স্ত্রী ও নাজমীনকে বাড়ি রেখে টাঙ্গাইলে বেড়াতে যান। ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে নাজমীনকে গলাকেটে হত্যা করা হয়। পরে আছমা বেগম বাদী হয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে উল্লেখ করে তিন প্রতিবেশী আব্দুল করিম, আব্দুল কাদির ও আব্দুল মোতালেবকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমান তদন্ত শেষে ২০১৬ সনের ১৬ জানুয়ারি দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে উল্লেখ করা হয়- প্রতিপক্ষ আব্দুল করিম গং দের ফাঁসানোর জন্য রিপন ওই দুই সহযোগী নিয়ে নাজমীনকে গলাকেটে হত্যা করে।
আটজনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার সকালে আদালত এই রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে এডভোকেট মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে এডভোকেট শাহ মোহাম্মদ জহিরুল ইসলাম ও এডভোকেট ওয়াহিদুজ্জামান আকন (তমিজ) মামলা পরিচালনা করেন।