বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা
পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৫মি.) ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বুধবার বিকাল ৪টার দিকে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচির সিদ্ধান্তের ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল জিএম সোহাগ, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর নাজমুস সালেহীন সৌরভ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, মো. নুরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, খগেশ্বর ত্রিপুরা, সতীশ চাকমা, জুয়েল চাকমা, শতরূপা চাকমা ও সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাসহ জেলা পরিষদে ন্যস্থ বিভিন্ন বিভাগের প্রধান নেতৃবৃন্দ, উন্নয়নকর্মী, শিক্ষক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষ্যে ২ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পার্বত্য চুক্তির সুফল বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে। ৩ ডিসেম্বর বিকেল ৪টা থেকে খাগড়াছড়ি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।