বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক » ক্রীড়াবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী
ক্রীড়াবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী
ক্রীড়া প্রতিবেদক :: (৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.) দু’দিন ব্যাপী অনুষ্ঠিত বিকেএসপি’তে ক্রীড়াবিজ্ঞান সম্পর্কীত ‘ট্রেন্ড অব স্পোর্টস সাইন্স রিসার্চ- প্রেজেন্ট এ্যান্ড ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারটি আজ শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. আসাদুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান। ভোট অব থ্যাংকস প্রদান করেন বিকেএসপি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) এ, বি, এম রুহুর আজাদ। সেমিনারের অর্গানাইজিং সেক্রেটারির দায়িত্ব পালন করেন লে. কর্ণেল মো. ইমরান ইবনে এ রউফ। আজকের বিষয়ের প্রথমেই ছিল রিসার্চ ইন সাইকোলজি । এ সেশনে চেয়ারপার্সন ছিলেন লক্ষীবাঈ ন্যাশনাল ইউনিভার্সিটি অব ফিজিক্যাল ইউনিভার্সিটির সাবেক প্রোফেসর অভিনাস সিধু ও কো-চেয়ারপার্সন ছিলেন বিকেএসপি’র ক্রীড়াবিজ্ঞন বিভাগের উপ পরিচালক নুসরাৎ শারমীন ।দ্বিতীয় শেসনে রিসার্চ ইন বায়োমেকানিক্স বিষয়ে চেয়ারপার্সন ছিলেন যশোর সাইন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সাইন্স ডিপার্টমেন্টেরে প্রোফেসর ড. সুদর্শন ভৌমিক এবং কো-চেয়ারপার্সন ছিলেন যশোর সাইন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে ও ফ্যাকাল্টি অব হেল্থ সাইন্স এর ডিন এ্যাসোসিয়েট প্রোফেসর ড. নাসিম রেজা। দু’দিনের এ সেমিনারে দেশী-বিদেশী (ভারত, দ. কোরিয়া, স্পেন ও ইংল্যান্ড) মোট ২৫ জন গবেষক ও ১২ জন বিশেষজ্ঞসহ প্রায় চারশত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সেমিনারে অংশনেন।
এ সেমিনারের গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা থেকে নতুন নতুন তথ্যের ভিত্তিতে বিকেএসপি’র ক্রীড়াবিজ্ঞান বিভাগের উন্নয়নে কিছু দিকনির্দেশনামূলক সুপারিশ এবং ক্রীড়াবিজ্ঞানী ও কোচদের পারস্পারিক সমন্বয়ের ভিত্তিতে খেলাধুলার মান উন্নয়নে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলা হয়।