শুক্রবার ● ২৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ : ড.হাছান মাহমুদ এমপি
বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ : ড.হাছান মাহমুদ এমপি
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.১০মি.) বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং সেগুলোর সফল বাস্তবায়নের লক্ষে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। কৃষির উৎপাদন বাড়ানোর জন্যে এবং এ পেশায় নিয়োজিত প্রান্তিক কৃষকদের জিবনমান উন্নয়নের লক্ষে বর্তমান শেখ হাসিনার সরকার বিনা মূল্যে কৃষকদের উন্নতমানের বীজ ও সার বিতরন করছে। এরই অংশ হিসেবে আজ আপনাদের মাঝে এ বীজ এবং সার বিতরন করা হচ্ছে। বর্তমান সরকারের বহুবিধ কর্মসূচির কারনে আজ দেশে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ন। কৃষকদের উন্নয়নে বর্তমান সরকার সচেতন রয়েছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই আগামি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে কৃষক বান্ধব শেখ হাসিনা’র সরকারকে আবার ক্ষমতায় বসাতে হবে।”রাঙ্গুনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি ১৭-১৮ মৌসুমে ভুট্টা, চিনাবাদাম, ফেলন, বিটি বেগুন ও খরিফ -১, ২০১৮ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এম.পি উপরক্ত কথাগুলো বলেন।
২৩ নভেম্বর বৃহষ্পতিবার উপজেলা কৃষি অফিসার কারিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত বীজ ও সার বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ্, উপজেলা নির্বাহি অফিসার মো.কামাল হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. রেহেনা আকতার বেগম, মো. আকতার হোসেন, রাঙ্গুনিয়া পৌরমেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, দঃরাজানগর ইউপি. চেয়ারম্যান আলহাজ্ব আহমদ ছৈয়দ তালুকদার, শিলক ইউপি. চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, মরিয়ম নগর ইউপি.চেয়ারম্যান মো. সেলিম উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল মান্নান, সাধা. সম্পাদক আয়ুব রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ সহ উপজেলা আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্টানের মাধ্যমে এ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।