শুক্রবার ● ২৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁ জেলা বিএনপির সহ সভাপতি সিরাজের পদ স্থগিত
নওগাঁ জেলা বিএনপির সহ সভাপতি সিরাজের পদ স্থগিত
নওগাঁ প্রতিনিধি :: সিলেট প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৯মি.) নওগাঁ জেলা বিএনপির আংশিক কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সহ সভাপতির পদ স্থগিত করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠিতে এই সহ-সভাপতির পদ স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে অনুলিপি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সিরাজুল ইসলাম সিরাজের সাথে ফোনে যোগাযোগ করে তার ফোন বন্ধ পাওয়া যায়।