শনিবার ● ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটে আয়কর সপ্তাহে দু’দিনে প্রায় ৩৯ লাখ টাকা আদায়
সিলেটে আয়কর সপ্তাহে দু’দিনে প্রায় ৩৯ লাখ টাকা আদায়
সিলেট প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৬মি.) সিলেট কর অঞ্চলে কর সপ্তাহে ২ দিনে প্রায় ৩৯ লাখ টাকা কর আদায় হয়েছে। অগ্রিম ও বকেয়া ছাড়াই রিটার্নের সঙ্গে এই কর আদায় হয়েছে। দুইদিনে রিটার্ণ দাখিল করেছেন ৩৮৮ জন। সিলেট কর অঞ্চল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
২৫ নভেম্বর শনিবার মেলায় রিটার্ণ দাখিল করেছেন ১৭৬ জন। সেইসঙ্গে আদায় হয়েছে ১৬ লাখ ৮২ হাজার ৬২০ টাকা। এদিন রিটার্ণ দাখিলে সময় চেয়েছেন ২৮ করদাতা। এরআগে শুক্রবার রিটার্ণ পড়ে ২১২টি। সেই সঙ্গে কর আদায় হয় প্রায় ২১ লক্ষাধিক টাকা।
সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, সারা দেশের ন্যায় সিলেট কর অঞ্চলের ২২টি সার্কেলে শুক্রবার (২৪ নভেম্বর) থেকে মেলা শুরু হয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবাদান কার্যক্রম চলার কথা থাকলেও সিলেটের সব ক’টি সার্কেলে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত সেবাদান করা হচ্ছে।
উল্লেখ্য, কর সপ্তাহ সিলেট কর অঞ্চলে মেলার আদলে স্বতস্ফূর্তভাবে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।