মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচির পরিবর্তে তিন দিন
পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচির পরিবর্তে তিন দিন
মো.মাইনউদ্দিন, খাগড়াছড়ি :: (১৪ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪৮মি.) পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ২য় বারের প্রস্তুতিমূলক সভায় দুই দিনের কর্মসূচির পরিবর্তে তিন দিনের কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। আগামী ২রা ডিসেম্বর পবিত্র ঈদুল মিলাদুন্নবী ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২দশক পূর্তি একই দিন হওয়ায় সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে ১লা ডিসেম্বর বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
গতকাল ২৬ নভেম্বর রবিবার সকালে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হল রুমে পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রস্তুতি সভায় বর্ষপূতি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, সেমিনার, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, ২৯ নভেম্বর সন্ধ্যায় ৬টায় জেলা শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে প্রামাণ্য চিত্র প্রদর্শণী, ৩০ নভেম্বর বিকেল ৪টায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১লা ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় পরিষদ প্রাঙ্গণে কেক কাটা ও শান্তির পায়রা উড়ানোর মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করে সকাল ৯টায় পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পৌর টাউন হলের সামনে গিয়ে শেষ হবে। বিকাল সাড়ে ৫ টায় খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, ফানুস উড়ানোসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল জিএম সোহাগ, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর নাজমুস সালেহীন সৌরভ, অতিরিক্ত পুলিশ সুপার এম.এম সালাউদ্দিনসহ বিভিন্ন বিভাগের প্রধান নেতৃবৃন্দ, উন্নয়নকর্মী, শিক্ষক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।