মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি টেস্ট কেস হিসেবে — হান্নান শাহ
পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি টেস্ট কেস হিসেবে — হান্নান শাহ
গাজীপুর প্রতিনিধি::বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি টেস্ট কেস হিসেবে৷ আমরা একটা চান্স নিচ্ছি৷ নির্বাচন কমিশন ও সরকারকেও সুযোগ দিচ্ছি৷ তারা যাতে দেশবাসীর প্রত্যাশা ও আমাদের সংবিধান অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন করে৷
৩০ নভেম্বর সোমবার সকালে গাজীপুরের আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷
হান্নান শাহ বলেন, এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন৷ জনগণ এ সরকারকে চায় না৷ তাই তারা পেশী শক্তি লাগিয়ে ফলাফল নিজের দিকে নেয়ার চেষ্টা করবে৷ যেহেতু এটা পৌর নির্বাচন ক্ষুদ্র এলাকা নিয়ে এখানে প্রার্থীদের আত্মীয় স্বজনও আছে৷ তারাও কাউকে ছেড়ে কথা বলবে না৷
তিনি বলেন, সরকারের মরণ ঘন্টা যে বাজবে এতে আমার কোনো সন্দেহ নেই৷ সরকার এবং নির্বাচন কমিশন সব সময় বলে আসছে তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিবে৷ কিন্তু নির্বাচন কমিশন প্রতিশ্রম্নতি দিলেও অতীতের কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে করতে পারেনি৷ ওই সকল নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করা হয়েছিল৷ নির্বাচন কমিশনের লোকেরা জাল ভোট দিয়ে বাঙ্ ভর্তি করেছে৷ যা বিশ্ববাসী ও সারাদেশের লোকজন দেখেছে৷
এ সময় হান্নান শাহর সঙ্গে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও প্রাক্তন সভাপতি ড. এডভোকেট শহীদুজ্জামান, মঞ্জুর মোর্শেদ প্রিন্সসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
২০০৭ সালে কাপাসিয়া থানায় মারামারি মামলায় হাজিরা দিতে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন হান্নান শাহ ৷