বুধবার ● ২৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান
ময়মনসিংহে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান
ময়মনসিংহ অফিস :: (১৫ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৮মি.) ময়মনসিংহ নগরীতে ‘ছোটখাটো অস্ত্র তৈরির গোপান কারখানার’ সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় সোহেল (২২) ও হাবিব (২৫) নামের দু’জনকে গ্রেফতার এবং উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। তবে গ্রেফতারকৃতদের সম্পর্কে আর কিছু জানায়নি র্যাব-১৪।
গতকাল ২৮ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শহরের নাসিরাবাদ কলেজ সংলগ্ন মিলনবাগ এলাকার একটি বাড়িতে এ অভিযান চালায় র্যাব-১৪।
ঘটনাস্থলে তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরীফুল ইসলাম দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। এখানে অত্যন্ত সুরক্ষিত একটি ঘরের মধ্যে এসব অস্ত্র বানানো হচ্ছিল। অনেক সরু গলির ভেতর অবস্থিত এই বাড়িটির মালিক মইনুদ্দিন। বাড়িটিকে অস্ত্র তৈরির একটি ছোটখাটো কারখানা বলা যায়।
তিনি বলেন, কক্ষের চৌকির ওপর থেকে উদ্ধার করা হয়েছে চারটি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন, আটটি উন্নত চাকু, চারটি হাতুড়ি, একটি চায়নিজ কুড়াল, তিনটি প্লাস, দুটি ড্রিল মেশিন, কাটার, শাইন, একটি বাইশ এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। অভিযান টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় দু’জনকে আটক করা হয়। বাড়ির মালিকের ছেলে নুরুদ্দিনও পালিয়ে গেছে।
জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে র্যাব কর্মকর্তা আরো জানান, আসলে এখন পর্যন্ত এ রকম কিছু জানা যায়নি। তবে এটি তদন্তের বিষয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে হয়তো অনেক তথ্য পাওয়া যাবে। একই সাথে এর সঙ্গে জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মইনুদ্দিনের বাসা ভাড়া নিয়ে অস্ত্র তৈরি ও বিক্রয়ের কথা স্বীকার করেছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।