বুধবার ● ২৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কর্মমূখী শিক্ষার মাধ্যমেই স্বনির্ভর দেশ গড়া সম্ভব
কর্মমূখী শিক্ষার মাধ্যমেই স্বনির্ভর দেশ গড়া সম্ভব
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৫ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৩মি.) বান্দরবানের আলীকদমে স্কীলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইফ) এর আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর বুধবার সকাল আলীকদম উপজেলা কনফারেন্স হলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার।
বক্তারা বলেন শুধু নৈতিক শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দুর করা সম্ভব নয়। নৈতিক শিক্ষার পাশাপশি কর্মমূখি শিক্ষাকেও গুরুত্বে দিতে হবে। বিশেষ করে মাধ্যমিক স্তর থেকে শুরু করে হাতে কলমে কর্মমূখি শিক্ষা দান করা গেলে সরকারের ভিশন-২১ এবং বিশণ-৪১ অর্জন করা সম্ভব হবে। বক্তারা আরো বলেন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্ম ও জীবনমূখী শিক্ষা নামের একটি বিষয় থাকলেও পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষা উপকরণ না থাকার কারণে শিক্ষার্থীরা কোন উপকৃত হচ্ছেনা। সুতরাং কর্মমূখী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম থাকার অফিসার্স ইনচার্জ রফিকুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব, সেইফ এর কনসাল্টেন্ট এম শাখাওয়াত হোসেন, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামদ, সাংবাদিক হাসান মাহমুদ, ইউনিয়ন পরিষদের সদস্যরা ও সরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।