মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি::জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স পার্ট-৪ পরীক্ষায় ফল সংশোধন করা ও আইসিটি ত্রম্নটির প্রতিবাদে বিক্ষোভ করেছেন শতাধিক শিক্ষার্থী৷
৩০ নভেম্বর সোমবার দুপুরে দেশের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূলফটকের সামনে বিক্ষোভ করেন৷ পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয়৷
ময়মনসিংহ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী আবদুল লতিফ জানান, সব বিষয়ে পাস করলেও একটি বিষয় খারাপ হয়েছে ৷ আমি পরীক্ষায় ফেল করিনি৷ আইসিটি ত্রুটির কারণে এমন হতে পারে৷ পুনরায় পরীক্ষার খাতা দেখলে আমি পাস করবো৷
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম প্রতিনিধিকে জানান, ২৬ নভেম্বর বৃহস্পতিবার এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়৷ ফলাফল কেন্দ্র করে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন৷
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির হোসেনপ্রতিনিধিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে৷ তবে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি৷
২৬ নভেম্বর বৃহস্পতিবার এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়৷ ২৮টি অনার্স বিষয়ে ২৪৫টি কলেজের ১৪৬টি কেন্দ্রে মোট এক লাখ ৪ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন৷ পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ৷