বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ
ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪০মি.)ঘণ কুয়াশা ঢাকা কন কনে শীতের সকালে একগ্লাস খেজুর রস পানে যে অমৃত তা সবারই জানা। কিন্তু বর্তমানে বাস্তবে প্রায় অসম্ভব কারন হারিয়ে যাচ্ছে খেজুর গাছ আর স্বল্প থাকলেও নেই গাছি। রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা সদর ও ইউনিয়নের প্রতিটি গ্রামেই ছিল পর্যাপ্ত পরিমান খেজুর গাছ ছিল অনেক গাছি।কিন্তু বর্তমানে এসব গাছ-পালা কেটে তৈরী করা হচ্ছে কল-কারখানা সহ আবাসিক ভবন যাতে বিলীন হয়ে যাচ্ছে খেজুর গাছ। সরেজমিনে গিয়ে কয়েকটি গ্রামে কিছু গাছের দেখা মিললেও মেলেনি তেমন গাছির সন্ধান। অাগের চেয়ে বর্তমানে অনেক কম।সৈয়দ নগর পারুয়া গ্রামের যুবক গাছি সাহেদের সাথে ২৯ নভেম্বর বুধবার কথা বললে তিনি জানান,এক সময় তিনি একাই ২০-৩০টি গাছ ছাটাতেন রস সংগ্রহ করার জন্য,আর এভাবেই চালাতেন তার পরিবার। কিন্তু বর্তমানে গাছের সংখ্যা খুবই কম,আগের মত রসও হয়না।পূর্বে প্রতিটি গাছ থেকে ৪-৫ কেজি রস সংগ্রহ করা যেত, বর্তমানে তা আর নেই তাই তিনি কাজ ছেড়ে দিয়ে অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। এত শুধু খেজুর গাছ নয়, হারিয়ে যাচ্ছে অতীত ঐতিহ্য ।