বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে শুরু হচ্ছে জেলা পরিষদ ফুটবল লীগ
খাগড়াছড়িতে শুরু হচ্ছে জেলা পরিষদ ফুটবল লীগ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.১০মি.) জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পার্বত্য জেলা পরিষদ’র অর্থায়নে খাগড়াছড়ি স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হচ্ছে জেলা পরিষদ ফুটবল লীগ। বেলা ২টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান কংজরী চৌধুরী খেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে মাঠ মাতাবেন ফুরুংনিসাল ক্লাব বনাব নবীন স্মৃতি সংসদ ক্লাবের খেলোয়াড়রা।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা জানান, ৪ ডিসেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে জেলা পরিষদ ফুটবল লীগ। বেলা ২টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান কংজরী চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার আলী আহমদ খান, পার্বত্য জেলা পরিষদ’র মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান। এবার মোট ১৫টি দল খেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৪ ডিসেম্বর মুখোমুখি হবে ফুরুংনিসাল ক্লাব বনাব নবীন স্মৃতি সংসদ ক্লাবের খেলোয়াড়। অংশগ্রহণকারী দল গুলোকে চার ভাগে ভাগ করা হয়।
গ্রুপ ‘এ’ তে ¤্রংেমাঅং ক্লাব, শার্ফ ক্লাব, গাছবন ২নং প্রকল্পগ্রাম ব্যবসায়ী সমবায় সমিতি ও হিল পাওয়ার স্পোর্টিং ক্লাব। গ্রুপ ‘বি’ তে ফুরুংনিসাল ক্লাব , মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা, মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা ও নবীন স্মৃতি সংসদ। গ্রুপ ‘সি’ তে গোল্ডেন ক্লাব, নারায়নখাইয়া কৃষি কল্যাণ সমিতি , পহর সিদের ক্লাব ও সততা সমবায় সমিতি লিমিডেট। গ্রুপ ‘ডি’ তে কমলছড়ি পল্লী কল্যাণ সমিতি, সূর্য শিখা ক্লাব ও জাগরণ ক্লাব ।
রাউন্ড ক্যাটাগরিতে সব খেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক দল জেলার বাইরে ৩ জন করে খেলোয়াড় মাঠে নামাতে পারবে। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানার আপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। সহযোগিতায় থাকবে খাগড়াছড়ি জেলা ফুটবল এসোসিয়েশন(ডিএফএ)। সকল খেলা অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।