বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে সরকারী সেগুন গাছ কেটে নেওয়ায় মামলা : গ্রেফতার-১
কাউখালীতে সরকারী সেগুন গাছ কেটে নেওয়ায় মামলা : গ্রেফতার-১
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মি.) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা পরিষদের সদরের গরুর হাট হতে গত ২৭ নভেম্বর রাত্রে ২৭টি মুল্যবান সেগুন গাছ দুর্বৃত্তরা কেটে নেওয়ার বিষয়ে গতকাল কাউখাালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
কাউখালী থানার মামলা সুত্রে জানা যায়, কাউখালী উপজেলা পরিষদের নিজস্ব জায়গায় ইছামতি ও যমুনা আবাসিক ভবনের সামনে থেকে উপজেলা পরিষদের নিজস্ব লাগানো ২৭টি মুল্যবান সেগুন গাছ গত ২৭ নভেম্বর রাত্রে উপজেলা সদরের বাসিন্দা মো. জাফর উল্লাহ (৫৫) পিতা মৃত রুহুল আমিন ও মিনি মার্কেট এলাকার মো. ফারুক হোসেন (৩০) পিতা মৃত আবু বকর ছিদ্দিক এর নেতৃত্বে ও অজ্ঞাত নামা ২০/২৫জন লোকের সহায়তায় কেটে নিয়ে হয় বলে মামলার বাদি উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর ইনুমং মারমার লিখিত অভিযোগ পত্রে জানা যায়। বাদির লিখিত অভিযোগর ভিত্তিতে কাউখালী থানায় বন আইনে একটি মামলা লিপিবদ্ধ করা হয়। কাউখালী থানার মামলা নং ৪, তারিখ ২৯ নভেম্বর। এই মামলায় গতকাল রাত্রে মামলার ২নং এজাহারভুক্ত আসামী মো. ফারুক হোসেনকে কাউখালী থানা পুলিশ গ্রেফতার করেন এবং তাকে আজ ৩০ নভেম্বর রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে বলে মামলার আইও এসআই মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেন।