বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০বছর পূর্তি উদযাপনে শীর্ষক আলোচনা সভা
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০বছর পূর্তি উদযাপনে শীর্ষক আলোচনা সভা
মো.মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২০ বছর ( দুই দশক ) পূতি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটে পার্বত্য চট্টগ্রাম চুক্তি শান্তি ও উন্নয়ন র্শীষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া’র সঞ্চালনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাঠয়ারী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, ডিজিএফআই’র অধিনায়ক কর্ণেল মাহবুবুর রহমান, সদর জোন কমান্ডার লে. কর্নেল জি এম সোহাগ , উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র নিবার্হী প্রধান কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা ও পুলিশ সুপার আলী আহম্মদ খান প্রমূখ।
এছাড়াও খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলমগীর, পার্বত্য জেলা পরিষদ’র সদস্য খগেশ্বর ত্রিপুরা ও খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রইচ উদ্দিন বক্তব্য রাখেন।