শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » অবশেষে বোধদয় হলো তথ্যমন্ত্রী মহোদয়ের
অবশেষে বোধদয় হলো তথ্যমন্ত্রী মহোদয়ের
অনলাইন ডিজিটাল ডেস্ক :: ৫৭ ধারা পাসের সময় ইনু সাহেব দম্ভভরে বলেছিলেন ৫৭ ধারা হলো সরকারের রক্ষা কবচ। তিনি এখন বলছেন ৫৭ ধারা বাতিল হচ্ছে। অথচ ইনু সাহেবের খাম-খেয়ালী পনার জন্য ইতোমধ্যে শতাধিক সাংবাদিককে জেলের ঘানি টানতে হয়েছে অথবা টেনশন কিংবা অর্থদন্ড গেছে। হাসানুল হক ইনু জাসদের সামরিক শাখা “গণবাহিনী” তৈরী করেন পরে যেমন ভুল স্বীকার করে বলেছিলেন জাসদের কোন আন্ডার গ্রাউন্ড শাখা গণবাহিনী নেই । অথচ ১৯৭৩ থেকে এ পর্যন্ত ৫০ হাজারের বেশী যুবক পৃথিবী থেকে হারিয়ে গেছে। তাই সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখতে বলবো, কি করতে যাচ্ছেন, পরে কি হবে। আমার বিশ্বাস আপনি বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে যে ভাষায় কথা বলেছেন তাতে আপনি ক্ষমতায় না থাকলে এবং ৫৭ ধারা বাতিল না হলে ১ দিনে ৫৭ ধারায় আপনার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা হতে পারে।
তাই সাধু সাবধান !
আপনার হিতাকাংখি
শামসুল আলম স্বপন
সভাপতি
বনপা,ঢাকা,মোবাইল: ০১৭১৬৯৫৪৯১৯
সাংবাদিক নেতা নির্মল মিলনের বড়ুয়া’র ষ্ট্যাটাচ :
এদেশের মানুষ হাসানুল হক ইনু গংদের ক্ষমতা লোভী রাজনৈতিক নেতা হিসাবে জানেন। কিন্তু তিনি সারা জীবন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে শুনেছি ভাবতে আবাক লাগে একজন বাম নেতা কি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা সমর্থন করেন এবং সাংবাদিকদের মুক্তমত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয় ? আসলে এসব ক্ষমতালোভী রাজনৈতিক নেতাদের হালুয়া রুটি সামনে থাকলে এক ধরনের কথা-বার্তা আর সামনে হালুয়া রুটি না থাকলে আরেক ধরনের কথা বার্তা। সময় খুব কম ইনু ভাই …. এখনো সময় থাকতে সময়কে কাজে লাগান ………… না হয়.. পাটমন্ত্রী আব্দুল লতিফ ছিদ্দিকির মত আপনার ভাগ্য ……… হতে পারে। সাংবাদিকরা আপনার আপনজন যেদিন পিজি হাসপাতালের সামনে আপনাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে ছিল সন্ত্রাসীরা সেদিন কিন্তু সরকার আপনার পাশে ছিল না সেই দিনের কথা ইনু ভাই আপনার ভুলা ঠিক হবে না। জাতীয় প্রেস ক্লাবসহ গুরুত্বপূর্ণ সাংবাদিক সংগঠন গুলি আপনাকে বয়কট করেছে। যে সাংবাদিক সামসুল আলম স্বপন ভাই সারা দেশের সাংবাদিকদের কাছে সব সময় আপনার ভাল দিক গুলি তুলে ধরতেন সেই সাংবাদিক নেতা শামসুল আলম স্বপন ভাই আপনি সাংবাদিক বিরোধী ৫৭ ধারা’র পক্ষে থাকায় কি লিখেছেন বার বার পড়ে বুঝার চেষ্টা করুন প্লিস …… সময় এবং নদীর স্রোত কাহারো জন্য অপেক্ষা করে না…..
বনপা’র সাধারন ষম্পাদক রনির ষ্ট্যাটাচ :
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন - BONPA এর প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর পোষ্ট করার জন্য।
সূত্র : বিজয় নিউজ।