শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৮ মি.) খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০বছর (দুই দশক) পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। আজ শুক্রবার ১ ডিসেম্বর এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়কের প্রদক্ষিণ করে পৌর টাউন হলের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনে মধ্যে র্যালী শেষ হয় । র্যালী শুরু হওয়ার আগে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে কেক কেটে ও বেলুন উড়িয়ে র্যালীটি উদ্ধোধন করেন খাগড়াছড়ি সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।
এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার মো. আলী আহম্মদ খান।
এসময় সদর জোন অধিনায়ক লে.কর্ণেল জিএম সোহাগ পিএসসি, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদ’র সদস্য মো.জাহেদুল আলম, মংশেপ্রু চৌধুরী (অপু ), মো. আব্দুল জব্বার, খগেশ্বর ত্রিপুরা, নিগার সুলতানা, জুয়েল চাকমা, সতীষ চন্দ্র চাকমা, খগেনশ্বর ত্রিপুরাসহ বিভিন্ন সরকারী ,বেসকারী সংস্থা এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
র্যালীতে পাহাড়ী বাঙ্গালী চাকমা, মারমা,ত্রিপুরা সকলের মিলেমিশে নিজস্ব পোশাক পরিধান করে আনন্দ উৎল্লাসে মেতে উঠে । আজ সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের জাতীয় শিল্পী হায়দার আলীসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করবেন।