শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে ভিজিডির চাল জব্দ: আটক ১
আলীকদমে ভিজিডির চাল জব্দ: আটক ১
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৯মি.) বান্দরবানের আলীকদম বিজিডির চাল বিক্রয় করার অপরাধে একজন আটক করেছে পুলিশ। আলীকদম থানা মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত পারভিন বেগমকে বান্দরবান জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে আলীকদম থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. আজমগীর বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারভিনের বাড়িতে মজুদকৃত ৪০০ কেজি (১৩ বস্তা) চাল জব্দ করেছি এবং এই অপরাধে বাড়ির পারভিন নামক একজন কে আটক করেছি। তার বিরুদ্ধে ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১)/(ঘ) ধারায় মামলা দায়ের করে বান্দরবান জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার আলীকদম উপজেলা সদর এলাকা থেকে ওই ব্যক্তিকে আপক করা হয়। তবে জানা গেছে জব্দকৃত এসব চাল চার নং কুরুক পাতা ইউনিয়নের দুর্গম এলাকার লোকজন পরিবহনের অসুবিধার কারণে স্থানীয়ভাবে বিক্রয় করে দেয় এবং কিছু অবৈধ মজুদদার এসব চাল ক্রয় করে বেশি মুনাফার জন্য মজুদ করছে।
কুরুক পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, এসব চাল কোথা থেকে কিভাবে এসেছে আমি জানিনা। তবে এসব চাল যেই ইউনিয়নেরই হোক অপরাধীদের উপযুক্ত শাস্তি হওয়া উচিৎ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নায়িরুজ্জামান বলেন ভিজিডির চাল ক্রয় বা বিক্রয় সম্পুর্ণ নিষিদ্ধ। যে বিক্রয় করেছে সেও অপরাধী আবার যে ক্রয় করেছে কিংবা মজুদ করেছে সেও অপরাধী। সুতরাং তদন্তের মাধ্যমে অপরাধিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।