শনিবার ● ২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নওগাঁয় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নওগাঁয় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি :: (১৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১০.১২মি.) নওগাঁয় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই নারীর নাম সোহারা খাতুন বৃষ্টি (২৫)। সোহারা খাতুন বৃষ্টি দক্ষিণ দুলালপাড়া গ্রামের বাসিন্দা নাহিদের স্ত্রী ও বগুড়া জেলার শিবগঞ্জ থানার সামছুল চৌধুরীর মেয়ে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃষ্টির লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি মিজানুর রহমান আরো জানান, বৃষ্টির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।