সোমবার ● ৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিবেধকে ভুলে সবাই মিলেমিশে বসবাস করার কোন বিকল্প নাই : বিগ্রেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
বিবেধকে ভুলে সবাই মিলেমিশে বসবাস করার কোন বিকল্প নাই : বিগ্রেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
পানছড়ি প্রতিনিধি :: (২০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৮মি.)আদিকাল থেকে এদেশে সকল জাতি গোষ্ঠী ও সকল সম্প্রদায় ভ্রাতৃত্ববোধ রক্ষা করে বসবাস করায় মোঘল বা ইংরেজরা আমাদের উপর শক্তিশালী কোন আক্রমণ করতে পারেনি। কোন জাতি গোষ্ঠীর মাঝে যদি বিরোধ থাকে তবে সুযোগ সন্ধানীরা সেই বিরোধকে পুঁজি করে নিজনিজ স্বার্থ হাসিলের জন্য উঠে পড়ে সেই ছোট বিবেধকে আরো বড় ও জঠিল করে তুলে। আর এই জঠিলতার মধ্যে দিয়েই একটি জাতিকে ধ্বংস করা হয়। তাই বিবেধকে ভুলে সবাই মিলেমিশে বসবাস করার কোন বিকল্প নাই। পানছড়িতে ৩বিজিবি লোগাং জোনের সদর দপ্তরে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন, খাগড়াছড়ি সেনা বাহিনীর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি।
ইতিহাস জেনে কাজ করলে ভুল হওয়ার সম্ভবনা খুব কম থাকে, আর ইতিহাস না জেনে কাজ করলে ভুল বারবার হবে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ সেনা বাহিনী দীর্ঘ কাল থেকে পাহাড়বাসীর সাথে কাজ করছে, তাই পাহাড়বাসীর চাওয়া, সুখ, দুঃখ, আনন্দ-বেধনা সব কিছুই সেনা বাহিনী বুঝে। বাহির থেকে এসে ২-১০ বছর গবেষনা করলেও গবেষকরা কোন কিছুই বুঝবে না, আমি ব্যাক্তিগতভাবে পাহাড়ে শৈশব, কৈশর এবং যৌবণ কালের কিছু অংশ এবং চাকুরী জিবণের অনেক অংশ কাটিয়েছি, এ জন্য পাহাড়ের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, তাই আমি পাহাড়বাসীর অনেক কিছুই জানি ও বুঝি। তাই সকলে মিলেমিশে বসবাস করে সবাই এগিয়ে যাই।
আজ সোমবার দুপুরে এই মতবিনিমিয় সভায় ৩বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি, খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল জিএম সোহাগ পিএসসি, উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার নাজমুল সালেহীন সৌরভ, আওয়ামীলীগের সভাপতি মো. বাহার মিয়া, থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, বিএনপি‘র সভাপতি মো. বেলাল হোসেন, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।