সোমবার ● ৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জেলা পরিষদ ফুটবল লিগ’র উদ্বোধন
খাগড়াছড়িতে জেলা পরিষদ ফুটবল লিগ’র উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৯মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র অর্থায়নে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খাগড়াছড়িতে জেলা পরিষদ ফুটবল লিগ শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বেলুন উড়িয়ে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে খেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে মাঠে ফুরুংনিসাল ক্লাব বনাম নবীন স্মৃতি সংসদ ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহন করে।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রাশেদুল ইসলাম’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আহমদ খান, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান ও সদর জোন এর উপ-অধিনায়ক মেজর শুভ ইসলাম।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ’র সদস্য জুয়েল চাকমা, পার্বত্য জেলা পরিষদ’র সদস্য খগেশর ত্রিপুরা ও জেলা আওয়ামীলীগের নেতা মো. শানে আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
এবার মোট ১৫টি দল খেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোকে চার ভাগে ভাগ করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানার আপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এর আগে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রুপায়ন চাকমা’র মৃত্যুতে ১মিনিট নিরবতা পালন করে।
প্রধান অতিথি কংজরী চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মাদক পরিহার করে খেলাধুলায় অংশগ্রহন করুন। খাগড়াছড়ি জেলা থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড়রা যাতে যেতে পারে। বিভিন্ন প্রক্রিয়া ও বিভিন্ন মাধ্যমে এ পার্বত্য জেলাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে পার্বত্য জেলা পরিষদ।