![পার্বত্য জেলা পরিষদ আইন সংস্কারের দাবিতে স্মারকলিপি](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/5233-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে বহুজাতিক পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন
বিশ্বনাথে বহুজাতিক পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথে মাসব্যাপী ‘বহুজাতিক পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। উপজেলার নতুনবাজারস্থ আরামবাগ আবাসিক এলাকায় ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। যেকারণে বাংলাদেশ আজ নিজস্ব অর্থে ‘পদ্মা সেতু’র মতো বড় সেতুও নির্মাণ করতে সক্ষম হয়েছে। ডিজিটালের এযুগে সরকারের নানান মুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের ফলে আলোকিত হচ্ছে দেশ। দেশে বেকারত্বের হার কমাতে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কলকারখানা স্থাপন করে কর্মস্থল সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা’র সভাপতি রাখী মনি সিনহা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সাবেক সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রভাষক জহিরুল ইসলাম, আবুল কালাম জুয়েল, ময়না মিয়া, শাখাওয়াত হোসেন, বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, তোফায়েল আহমদ, দবির মিয়া, মনোহর হোসেন মুন্না, মুহিবুর রহমান সুইট, অ্যাডভোকেট সায়েদ আহমদ, আবুল হোসেন, তাহির মিয়া বাবুল, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, নিজাম উদ্দিন, আবদাল মিয়া, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবীন সোহেল, কমিশনার এমদাদ হোসেন নাইম, ছাত্রলীগ নেতা রাজু আহমদ খান, শামীম আহমদ, মিয়াদ আহমদ, রুবেল আহমদ প্রমুখ।