শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাসেল মারমার ওপর হামলার অভিযোগে বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও তার পুত্র গ্রেফতার
রাসেল মারমার ওপর হামলার অভিযোগে বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও তার পুত্র গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার :: (২৪ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৬মি.) রাঙামাটির বিলাইছড়ি উপজেলা যুবলীগ নেতা রাসেল মারমার ওপর হামলার অভিযোগে পিতা-পুত্র ২জনকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতয়ালি থানা পুলিশ ।
আজ ৮ ডিসেম্বর শুক্রবার সকালে রাঙামাটি শহরের আসামবস্তি নিজস্ব বাসা থেকে বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস (সন্তু লারমা গ্রুপ) বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি শুভমঙ্গল চাকমা ও তার পুত্র সমর বিজয় চাকমাকে গ্রেফতার করা হয়।
রাঙামাটি কোতয়ালি থানার ডিউটি অফিসার এএসআই মাসুদ আলম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান বিলাইছড়ি উপজেলা যুবলীগ নেতা রাসেল মারমার ওপর হামলার বিষয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় শুভমঙ্গল চাকমা ও তার পুত্র সমর বিজয় চাকমাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর বিলাইছড়ি থানা পুলিশের কাছে তাদের উভয়কে হস্তান্তর করা হয়। বিলাইছড়ি থানা পুলিশ তাদেরকে আজ দুপুর ২টার দিকে রাঙামাটি আদালতে হাজির করিলে আদালত তাদের রাঙামাটি জেলহাজতে প্রেরন করার নির্দেশ দেন।
এবিষয়ে বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমার স্ত্রী মনিকা চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে বলেন তাদের পুত্র সমর বিজয় চাকমার কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই। সমর বিজয় চাকমা সব সময় রাঙামাটি শহরে থাকে।
উল্লেখ্য গত মঙ্গলবার (৫ডিসেম্বর) সন্ধ্যায় বিলাইছড়ি উপজেলার নলছড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় বিলাইছড়ি উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাসেল মারমা গুরুত্বর আহত হন। তিনি রাঙামাটি জেনারের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।