শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মিটার বিহীন বিদ্যুৎ ব্যবহারের মামলায় পানছড়িতে একজন আটক
মিটার বিহীন বিদ্যুৎ ব্যবহারের মামলায় পানছড়িতে একজন আটক
পানছড়ি প্রতিনিধি :: (২৪ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৬মি.) খাগাড়ছড়ি জেলার পানছড়ি উপজেলায় মিটার বিহীন বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের পানছড়ি উপজেলা অফিস সূত্রে জানাযায়, উপজেলা‘র জিয়ানগর এর মৃত অহেদ আলী‘র ছেলে মো. হোসেন আলী‘র নামে মিটার বিহীন বিদ্যুৎ ব্যবহারের দায়ে চলিত বছরের ২৫শে জানুয়ারী মামলা রুজু করা হয়। ২৮ মার্চ তার হাজিরা নির্ধারণ করা হলেও তিনি তা করেন নি। এছাড়াও মার্চ মাসের ৪ তারিখে হোসেন আলী‘র নামে ৮০৯৬টাকার একটি বিল ইস্যু করা হয়। প্রাপ্ত বিল ও নোটিশ নিয়ে ইস্যুকৃত টাকাসহ বিদ্যুৎ বিভাগের কার্যলয়ে গিয়ে পরিশোধের নির্দেশনামা প্রদান করা হলেও তিনি তাও অবজ্ঞা করেন। যার ফলে তার নামে বিদ্যুৎ বিভাগের ৩৯ (ক) ধারা অনুযায়ী সিআর মামলা রুজু করা হয়। যাহার নাম্বার ১৪১/২০১৭। এই মামলা মূলে তাকে গতকাল বৃহস্পতিবার রাতে জিয়ানগর থেকে আটক পানছড়ি থানা পুলিশ।
বিদ্যুৎ বিভাগের পানছড়ি উপজেলা আবাসিক প্রকৌশলী হুমায়ুন কবির মামলার সত্যতা নিশ্চিত করেছেন।