বুধবার ● ১৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গুইমারায় একে-২২ রাইফেলসহ ৬ ইউপিডিএফ সদস্য আটক
গুইমারায় একে-২২ রাইফেলসহ ৬ ইউপিডিএফ সদস্য আটক
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৩মি.) খাগড়াছড়ি জেলার গুইমারায় মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. শামশের উদ্দিন পিএসসির নেতৃত্বে একে-২২ রাইফেল সহ ৬ ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিক ফ্রন্ট (প্রসিত খীসা-গ্রুপ) ইউপিডিএফ এর স্বসস্ত্র সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন ।
আটককৃতরা হলেন : এলিন চাকমা, অনিল চাকমা, সুমন চাকমা, রিপন ত্রিপুরা, সাচিং মং মারমা ও শান্তিজয় মারমা। গতকাল মঙ্গলবার গভীর রাত ২টার দিকে বাইল্যাছড়ি রাবার বাগান চৌধুরী পাড়ার একটি বাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করা হয়।
নিরাপত্তা বাহিনীসুত্র জানায়, গুইমারার বাইল্যাছড়ি এলাকাসহ মাটিরাঙ্গার বিভিন্ন জায়গায় ত্রাস হিসেবে পরিচিত ইউপিডিএফ নেতা এলিন চাকমা (২২) এর নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি ও অপরণসহ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল তারা।
আটকের সময় তাদের কাছ থেকে ২টি নাইন এমএম পিস্তল, ১টি একে-২২ অটো রাইফেল, ১টি এলজি,বিপুল পরিমাণ গোলাবারুদ,সরকার বিরোধি পোস্টার, চাদা আদায়ের রশিদ,আটটি মোবাইল সেট,কিছু সংগ্রামি সংস্কৃতি বই,আদায়কৃত চাদার নগদ ১৯৭৬০ টাকাসহ বেশকিছু ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো. শামশের উদ্দিন জানান,পার্বত্য টট্টগ্রামে সেনা বাহিনী এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে এ ধরনের অভিযান পরিচালনা করছে। আগামীতে এই ধরনের অভিযান চলমান থাকবে।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্য (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও চাদাবাজি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।