শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়ি উপজেলা আ’লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের পাহাড়ী নেতা-কর্মীর পদত্যাগ
বাঘাইছড়ি উপজেলা আ’লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের পাহাড়ী নেতা-কর্মীর পদত্যাগ
বাঘাইছড়ি প্রতিনিধি :: (১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৩মি.) রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় কয়েকটি ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের প্রায় অর্ধশত নেতা-কর্মী পদত্যাগ করেছেন বলে আজ ১৫ ডিসেম্বর শুক্রবার গনমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
বাঘাইছড়ি ইউনিয়ন ও সারোয়াতলী ইউনিয়নে এই পদত্যাগকারী নেতা-কর্মীর সংখ্যাই বেশী। ইউনিয়নের নিজ নিজ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে পদত্যাগপত্র জমা দেয়। উপজেলা আওয়ামীলীগ এই পদত্যাগপত্র গ্রহণ করতে অপারগতা প্রকাশ করায়, নিজ নিজ উদ্ধোগে গণমাধ্যমেও তারা এই পদত্যাগপত্র প্রেরণ করে।
পদত্যাগের কারণ হিসেবে কেউ কেউ ব্যাক্তিগত সমস্যা উল্লখ্য করলেও অনেকেই লিখেছেন ভিন্ন কথা।
তাদের ১জন সমিরণ চাকমা (৪০) বর্তমান ইউপি সদস্য ও সহ সভাপতি বাঘাইছড়ি ইউনিয়ন যুবলীগ।
তিনি তার পদত্যাগ পত্রটি ১২ ডিসেম্ভর জমা দিয়েছেন বাঘাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. বদিউল আলম এর নিকট, সমিরন চাকমা তার পদত্যাগ পত্রে লিখেছেন, আমি দীর্ঘদিন যাবৎ বাঘাইছড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হিসেবে কাজ করে আসছি। আমার উপড় অর্পিত দায়িত্ব নিজ ইচ্ছায় সামাজিক কমিটমেন্ট বজায় রাখার সার্থে পদত্যাগ করিলাম।
এদিকে পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন বাঘাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সূনির্মল চাকমা তার পদত্যাগপত্রটি গ্রহণ করেন বাঘাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অনিল বিহারী কার্বারী।
একই সমস্যা দেখিয়ে অব্যহতির জন্য সভাপতির নিকট আবেদন করেন সুনিল বরণ তালুগদার সদস্য বাঘাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ।
এছাড়াও অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন বাঘাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সুশীল কুমার তালুগদার।
ও বাঘাইছড়ি পৌর আওয়ামীগ ৮ নং ওয়ার্ড সভাপতি ললিত কুমার চাকমা, সারোয়াতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিহির চাকমা, অরুন কান্তি চাকমা সারোয়াতলী ইউনিয়ন আওয়ামীগ সাধারন সম্পদক, অনিল বরণ চাকমা সারোয়াতলী ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি, মিলন কান্তি চাকমা যুগ্ম-সম্পাদক সারোয়াতলী ইউনিয়ন, কালি কুমার চাকমা সদস্য সারোয়াতলী ইউনিয়ন আওয়ামীলীগ সারোয়াতলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বরাবরে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এছাড়াও নিজ নিজ সভাপতি সম্পাদক বরাবরে পদত্যাগপত্র জমাদিয়েছেন ললিত কুমার চাকমা মধ্যম বাঘাইছড়ি, রিনজিত চাকমা মধ্যম বাঘাইছড়ি, পুলক চাকমা মধ্যম বাঘাইছড়ি, শান্তি পাথর চাকমা, বাঘাইছড়ি, রিগেন চাকমা বাঘাইছড়ি ও শিশু পাল চাকমা মধ্যম বাঘাইছড়ি, উদপাদন চাকমা মধ্যম বাঘাইছড়ি,রিপায়ন চাকমা মধ্যম বাঘাইছড়ি, শোভাচিত্ত চাকমা মধ্যম বাঘাইছড়ি, সজিব চাকমা বাঘাইছড়ি, নব রত্ন চাকমা, বাঘাইছড়ি, শিমুল চাকমা মধ্যম বাঘাইছড়ি , ত্রিরত্ন চাকমা, বৃহস্পতি চাকমা, আনন্দন চাকমা, প্রমোদ কার্বারী সারোয়াতলী, লালন বিকাশ চাকমা বাঘাইছড়ি, চিরংজিৎ চাকমা বাঘাইছড়ি পৌরসভা, রিগেন চাকমা বাঘাইছড়ি, আনন্দ চাকমা পৌর কমিটি, প্রকাশ চাকমা পৌর কমিটি, শিমুল চাকমা পৌর কমিটি, শান্তি পাথর চাকমা পৌর কমিটি, রিপায়ন চাকমা পৌর কমিটি, মিন্টু চাকমা, মিঠু চাকমা সারোয়াতলী।
অরুন কান্তি চাকমা সারোয়াতলী,মিলন কান্তি চাকমা সারোয়াতলী ইউনিয়ন আওয়ামীলীগ ও কেতু চাকমাসহ বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ড কমিটির ১৬ জনসহ মোট ৫৩ জন নেতা কর্মী পদত্যাগ করেছেন বলে জানাযায়।
দলীয়কর্মীর পদত্যাগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হোসেনের সাথে যোগাযোগ করে তার কোন মন্তব্য পাওয়া যায়নি।