শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ধর্ম » কোরআন শিক্ষা কেন্দ্র আল্লাহর দান : আবু বক্কর
কোরআন শিক্ষা কেন্দ্র আল্লাহর দান : আবু বক্কর
পানছড়ি প্রতিনিধি ::(১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৪মি.) মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালন করেন, সম্মান দান করেন। আমাদেরকে সৃষ্টি করেছেন তার খেদমতের জন্য, নেয়ামত হিসাবে সৃষ্টি করেছেন মক্তব, মসজিদ, মাদ্রাসা, কোরআন শিক্ষা কেন্দ্র আর এই সকল প্রতিষ্টানকে রক্ষনা বেক্ষণ করা আমাদের ঈমানী দায়িত্ব। কথা গুলো বলেন, পানছড়ি‘র কৃতি সন্তান জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক, এমবিসিসিআই ঢাকা‘র সদস্য, স্কাইল্যান্ড মোটরস বাংলাদেশ এর প্রতিষ্টাতা চেম্বার অব কমার্স ঢাকা ল বিষয়ক জয়েন কনভানার মো. আবু বক্কর ছিদ্দিক। তিনি আজ শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ছনটিলা মহিলা হাফিজিয়া মাদ্রাসা‘র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি‘র বক্তব্যে এ সকল কথা বলেন। সকলকে ধর্মের মহানবানী অনুসরণ করে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানিয়ে আরো বলেন, আমি অনেক দিন আগে পানছড়ি ত্যাগ করলেও এলাকার জন্য মন সকল সময় ব্যকুল থাকে বলেই আপনার কাছে এসেছি।
প্রতিষ্টানটি‘র মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা‘র মাষ্টার ট্রেইনার মো. হাবিবুর রহমান, মোল্লাপাড়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার পরিচালক মাওলানা যাকারিয়া প্রমূখ।
কোরআন শিক্ষা কেন্দ্রটির পরিচালক মো. আবদুল মজিদ এর স্বাগত বক্তব্যের আলোচনা সভা শেষে প্রধান অতিথি‘র পক্ষ থেকে একটি সিএনজি ও দুইটি সেলাই মেশিন, ছনটিলা হাফেজিয়া মাদ্রাসার ব্যয়বার বহনের জন্য তুলে দেন প্রতিষ্টানটির প্রধানের হাতে। এ সময় আনন্দে এলাকাবাসী মুহুমুহ করতালি দিয়ে উপহারগুলো গ্রহণ করেন।