শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বনভোজনের বাস উল্টে আহত-৫
বান্দরবানে বনভোজনের বাস উল্টে আহত-৫
বান্দরবান প্রতিনিধি :: (১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) বান্দরবানে গার্মেন্ট প্রমিকদের বনভোজনের বাস উল্টে ৫ জন আহত হয়েছেন। আজ ১৫ ডিসেম্বর শুক্রবার ১১ টায় কসাই পাড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস বাহিনী সূত্রে জানা গেছে, চট্টগ্রামের চিং চিং গার্মেন্টসের শ্রমিকরা বাঁধন পরিবহনের একটি বাসে করে বান্দবানে বনভোজনের যাচ্ছিল। পাহাড়ি ঢালু রাসাতা দিয়ে দ্রত গতিতে নামার সময় বাসটি কসাই পাড়া আবুল নগর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৫ শ্রমিক আহত হয়। তারা হলেন, সাথী (২৫), মিজানুর রহমান জাবেদ (২৫), বাদল (৩৫) ও আজাদ (২৫)। তাদের সবার বাড়ি চট্টগ্রামে। তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করাহয়েছে।
এক যত্রি বলেন বাসটি প্রাই ৪০ জন শ্রমিক নিয়ে বান্দরবানে বনভোজনে যাচ্ছিলেন। বাসটি পাহাড়ি পথে প্রবেশের পর সমস্যা দেখা দেয়। আবার চালকও ঠিকমতো চালাতে পারছিলেন না। একবার চালকও পরিবর্তন করা হয়েছে। এরপর কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি উল্টে যায়।
এ ব্যাপারে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। তবে ক্ষতিগ্রস্তরা কেউ অভিযোগ করলে ব্যবস্থা গ্রহন করা হবে।