শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ৯১ কেজি পলিথিন ব্যাগ জব্দ : ভ্রাম্যমান অভিযানে ২ জনকে জেল
বিশ্বনাথে ৯১ কেজি পলিথিন ব্যাগ জব্দ : ভ্রাম্যমান অভিযানে ২ জনকে জেল
বিশ্বনাথ প্রতিনিধি :: (১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মি.) সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান অভিযানে উপজেলার পুরাণ বাজার এলাকা থেকে ৯১ কেজি নিষিদ্ধ ‘পলিথিন ব্যাগ’ জব্দ করেছে প্রশাসন। আজ শুক্রবার বিকেলে জব্দ করা পলিথিন বেগের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এরপর জনসম্মুখে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জব্দকৃত পলিথিন বেগ পুড়ানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান অভিযানে ২ জন পলিথিন বেগ ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদন্ড (জেল) প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্তরা হলেন : ওসমানীনগর উপজেলার জায়ফরপুর গ্রামের আহমদ আলী পুত্র মুহিদ মিয়া (৪৫) ও একই উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারের শামছুল ইসলামের পুত্র উজ্জ্বল আহমদ (২০)।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা ও বেগ পুড়ানোর সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী, এএসআই পরিমল চন্দ্র শীল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আহমদ শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন প্রমুখ।