রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চার পেরিয়ে পাঁচ বছরে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম
চার পেরিয়ে পাঁচ বছরে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম
সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীই সমাজের চেহারা দেখায়। সমাজে পিছিয়ে পরাদের পাশে থাকতে, অন্যায় অসংগতির চিত্র তুলে ধরার লক্ষ্যে এবং সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর অবসান হোক বৈষম্যের স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম। রাঙামাটি ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু সেদিন মহা জনসমাগমের মধ্যে নিজের হাতে ল্যাপটপে ক্লিক করে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে রাঙামাটির সাংবাদিকদের গুরু বলে খ্যাত চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিন বছরের প্রকাশনায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের শ্রম ও দক্ষতা এবং পরিপক্ষ সম্পাদনার মধ্যে দিয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সুনাম দেশব্যাপী ছড়িয়ে পরে। একের পর এক প্রকাশিত হয় পরিবেশ ধ্বংসকারী মাটিখেকো গংদের বিরুদ্ধে, দখলদার ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে, কাপ্তাই লেক দখলদারদের বিরুদ্ধে এমনকি দুর্নীতিবাজ ও গুটি কয়েক সুবিধাভোগীদের বিরুদ্ধে সংবাদ। ফলে একটি সুবিধাভোগী মহলের পাকা ধানে মই পরে। এ বছর ২০১৭ সালের শুরুতে জনস্বার্থে সংবাদ প্রকাশ করায় প্রকাশক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দুইটি মামলা হয়। গভীর রাতে হামলা করা হয় প্রকাশকের বাসায়। এরপর পাঁচ দিনের ব্যবধানে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একই ধারায় বার্তা সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়। সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম নানা ঘাত প্রতিঘাত জেল জুলুম মামলা হামলা প্রতিহত করে নিজস্ব বৈষম্যহীন গতিতে এগিয়ে চলছে।
দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের পরিশ্রম দক্ষতা ও সম্পাদনা পরিষদের পরিশ্রমে প্রকাশিত হচ্ছে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম। এ বছর আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয় ব্যস্ত থাকায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারেনি। গত বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন জেলায় পালন করা হয়েছিল। চিত্রাংকন প্রতিযোগিতাসহ করা হযেছিল। এবার ১৭ ডিসেম্বর-২০১৮’তে পাঁচ বছরে পা রাখছে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম। পাঠক, সাংবাদিক বিজ্ঞাপন দাতা ও সুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম বার্তা বিভাগ।