রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে সিএইচটি মিডিয়ার ৩য় বর্ষপূর্তি উদযাপিত
পটুয়াখালীতে সিএইচটি মিডিয়ার ৩য় বর্ষপূর্তি উদযাপিত
হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি:: (৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১মি.) অবসান হোক বৈষম্যের স্লোগানকে সামনে রেখে নানা ঘাত প্রতিঘাত জেল জুলুম মামলা হামলা প্রতিহত করে নিজস্ব বৈষম্যহীন গতিতে এগিয়ে চলা দেশের বহুল প্রচারিত জাতীয় অনলাইন গনমাধ্যম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’র প্রচার ৩য় বছর পেরিয়ে ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে আজ ১৭ ডিসেম্বর রবিবার মির্জাগঞ্জ উপজেলার উত্তর আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী জেলা প্রতিনিধি হাসান আলীর সঞ্চলনায়, বীর মুক্তিযোদ্ধা মো: হাতেম আলী এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হাসিনা বেগম। বিশেষ অতিথী ছিলেন, বরগুনা জেলার বেতাগী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সাইদুল ইসলাম মন্টু, সুবিদখালী মহিলা কলেজের প্রভাষক মো. ফিরোজ আলম জুয়েল, ধ্রুবতারা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা বিষায়ক সম্পাদক ও সিটিজেনভয়েস ২৪ ডটকম অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক অলি আহমেদ, আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. রুহুল আমীন কবির হাং, ও ৩নং আমাড়াগাছিয়া ইউপি সদস্য মো. কাদের জোমাদ্দার প্রমুখ।
কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সিএইচটি মিডিয়ার বর্ষপূতি উদযাপন অনুষ্ঠান আলোচনার পরে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।
এসময়, অনুষ্ঠানে উপস্থিত অথিতিবৃন্দ ভবিষাৎ অনলাইন গনমাধ্যমের প্রথম সারির গণমাধ্যম হিসাবে সিএইচটি মিডিয়ার প্রচার প্রসার লাভ ও সিএইচটি মিডিয়া দুরন্ত গতিতে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। এসময়, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক প্রকাশক, নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে ৫৭ ধারায় তথ্যপ্রযুক্তি আইনে ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে সমাজের দর্পন কলমের সৈনিকদের নি:স্ব করার অপচেষ্টার তীব্র নিন্দাও প্রকাশ করেন উপস্থিত আলোচকরা।