রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় সংসদ সদস্যের প্যাড ও স্বাক্ষর জাল করার ১জন জেল হাজতে
বরগুনায় সংসদ সদস্যের প্যাড ও স্বাক্ষর জাল করার ১জন জেল হাজতে
বরগুনা প্রতিনিধি :: (৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৪মি.) বরগুনা- ১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এর প্যাড ও স্বাক্ষর জাল করার অভিযোগে মাহমুদুল্লাহকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত আসামী হল বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া এছহাকিয়া আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুর রশিদ মাওলানার ছেলে মাহমুদুল্লাহ ।
আজ ১৭ ডিসেম্বর ১৭ রবিবার সকালে বরগুনার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএইচএম. মাহমুদুর রহমান এ আদেশ দিয়েছেন।মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মাহমুদুল্লাহ ২০১৬ সালে সংসদ সদস্যের সরকারী প্যাড, সীল ও স্বাক্ষর জাল করে মাহমুদুল্লাহ ডিউ লেটার সৃষ্টি করে ওই ডিউ লেটার বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে দাখিল করে নিজে কেওড়াবুনিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি হয়েছেন। বিষয়টি মাননীয় সংসদ সদস্যের নজরে আসলে তিনি শিক্ষা বোর্ডকে লিখিত জানান, অভিযুক্ত মাহমুদুল্লাহ যে ডিউ লেটার বোর্ডে দাখিল করেছে সেটি তার নয়। শুধু তাই নয় ওই মাদ্রাসার অধ্যক্ষের স্বাক্ষরও মাহমুদুল্লাহ জাল করেছে।
এ ব্যাপারেওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বরগুনার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জালিয়াতির মামলা করেন। রবিবার অভিযুক্ত মাহমুদুল্লাহ হাজির হলে শুনানী শেষে তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু।