বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ কাউন্সিলর ও মেয়র পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছে
রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ কাউন্সিলর ও মেয়র পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছে
ষ্টাফ রিপোর্টার :: ১ডিসেম্বর মঙ্গলবার ও ২ডিসেম্বর বুধবার রাঙামাটি জেলা সার্ভার ষ্টেশন ও জেলা নির্বাচন কার্যালয়ে অবস্থিত রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাউন্সিলর সংরক্ষিত আসন ১,২ও ৩ রুপসী দাশ গুপ্ত, ৪,৫ ও ৬ আয়েশা বেগম ৭,৮ ও ৯ জোবাইতুর নাহার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দীন,৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে টিভি সেন্টার এলাকার মোঃ নুর হোসেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বনরুপা এলাকার আখতারুজ্জামান,কাঠাঁলতলী এলাকার নাছির উদ্দীন ৷
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বর্তমান মেয়র সাইফুল ইসলাম চেীধুরীর পক্ষে দলীয় প্রতিনিধি জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মাহাবুবুল ইসলাম মিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৷
এছাড়া মেয়র পদে এ নির্বাচনের সবচেয়ে সম্ভাবনাময়ী, জনপ্রিয় ও উদীয়মান স্বতন্ত্র প্রার্থী হিসাবে রবিউল আলম রবি,যুব লীগ নেতা মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামীলীগ নেতা শিবু প্রসাদ মিশ্র৷
রাঙামাটি সদর উপজেলা নির্বাচন অফিসার এস.এম. শাহাদাত হোসেন প্রত্যক কাউন্সিলর সংরক্ষিত, সাধারন কাউন্সিলর ও মেয়র পদে প্রার্থীদের হাতে মনোনয়নপত্র ও প্রার্থীদের চাহিদা মোতাবেক নির্বাচনী এলাকার ভোটার তালিকার সিডি তুলে দেন ৷
রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এই পর্যন্ত সাধারন কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করে ২নং ওয়র্ডের কাউন্সিলর প্রার্থী এস.এম হামিদ,৬ নং ওয়ার্ডের লক্ষীমনি চাকমা ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অমল কুমার দে রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ এর রির্টানিং অফিসার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা জামান এর নিকট ফরম পুরণপূর্ব্বক মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ ২ ডিসেম্বর বুধবার বিকাল ৫টা পর্যন্ত রাঙামাটি সদর উপজেলা নির্বাচন অফিস থেকে কাউন্সিলর সংরক্ষিত আসনে৭জন,সাধারন কাউন্সিলর পদে ৫৬জন ও মেয়র পদে ১১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য,কাউন্সিলর সংরক্ষিত আসন, সাধারন কাউন্সিলর পদে ও মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩ডিসেম্বর ২০১৫ তারিখ বিকাল ৫টা পর্যন্ত ৷আপলোড:২ ডিসেম্বর ২০১৫ : সময় : সন্ধ্যা ৭.৩০ মিঃ