সোমবার ● ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » খাগড়াছড়িতে বাংলাদেশ যুব গেমস উদ্বোধন
খাগড়াছড়িতে বাংলাদেশ যুব গেমস উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশ’র আয়োজনে বাংলাদেশ যুব গেমস ২০১৮ জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার সকালে খাগড়াছড়ি জেলা ষ্টেডিয়াম মাঠে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ-এসজিপি,এএফডব্লিউসি।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহমদ সুমন(শিক্ষা)’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. সালাউদ্দিন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশ’র প্রতিনিধি ও বাংলাদেশ যুব গেমস’র অবজার্ভার সৈয়দ শাহাব উদ্দিন শামীম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো.শানে আলম, আজিমুল হক, পার্বত্য জেলা পরিষদ’র সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা উপস্থিত ছিলেন ।
৯ টি উপজেলা ক্রীড়া সংস্থার অংশ গ্রহনে এই গেমস চলবে আগামী ২১ তারিখ পর্যন্ত। যুব গেমসে খাগড়াছড়ি জেলার জন্য নির্বাচিত ইভেন্ট সমুহ হচ্ছে, ফুটবল, ভলিবল, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা ও কারাতে। এই ৭টি ইভেন্টের উপর ১৮ তারিখ হতে খাগড়াছড়ি স্টেডিয়ামে উপজেলাগুলো অংশ গ্রহনে আন্ত:উপজেলা প্রতিযোগিতা চলবে আগামী ২০ ডিসেম্বর তারিখ পর্যন্ত। ২১ ডিসেম্বর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ করা হবে।
এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করে বাছাইকৃত খেলেয়াড় দিয়ে টীম গঠন করে পেরবর্তীতে খাগড়াছড়ি জেলা দল আন্ত: জেলা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহন করা হবে। এবং বিভাগ থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে আন্ত: বিভাগ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ যুব গেমস ২০১৮ এর সমাপ্তি হবে।