সোমবার ● ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে কৃষক মাঠ দিবস পালিত
পানছড়িতে কৃষক মাঠ দিবস পালিত
পানছড়ি প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৮মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আজ সোমবার কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় যৌথ খামার এলাকায় পানছড়ি উপজেলা কৃষক মাঠ স্কুল‘র যৌথ আয়োজনে ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, এসআইডি, সিএইচটি এবং সিএইচটিডিএফ এর যৌথ বাস্তবায়ানে পার্বত্য চট্রগ্রামে বাস্তবায়িত কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প‘র (২য় পর্যায়ের) এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন যৌথ খামার পাড়া উন্নয়ন কমিটি‘র সভাপতি রাঅং মারমা।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা।
কৃষক সহায়ক রুপল চাকমা পরিচালিত সভায় বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শেখ মো. আব্দুল মান্নান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, কৃষি সম্প্রসারণ কার্যলয়ের উপ-পরিচালক তরুণ ভট্রাচার্য্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংচঙ্গা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দে ও জেলা কৃষক মাঠ স্কুল এক্রপার্ট মিক্রন চাকমা প্রমূখ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কর্মকর্তা মো. শাহজাহান এর স্বাগত বক্তব্যের আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আমরা শুধু প্রশিক্ষণ গ্রহণ করে বসে থাকি বাস্তবে তা প্রয়োগ করি না, যার কারণে আমাদের জিবণ মানের উন্নতি ঘটে না। তাই আমাদের সকল কাজে প্রশিক্ষণ কাজে লাগাতে হবে। সরকারের ভূষি প্রশংসা করে প্রধান অতিথি বলেন, জনবান্ধব এই সরকার দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে, তাই আমরা সকলে মিলেমিশে খাদ্য উৎপাদন বাড়াতে হবে।