সোমবার ● ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল : পুলিশের বাধা
খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল : পুলিশের বাধা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও সহযোগী সংগঠন। আজ সোমবার বেলা ১১টায় জেলা বিএনপি’র কার্যালয়ে’র সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আ. মালেক মন্টিু, সাংগঠনিক সম্পাক আঃ রব রাজা প্রমুখ ।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি, অনিমেষ দেওয়ান নন্দিত, মো. মোসলেম উদ্দিন, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এম এন আবসার, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারন সম্পাদক (ভা.) জহির আহমেদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম খলিল, জেলা স্বোচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারন সম্পাদীকা কুহেলী দেওয়ান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রতন ত্রিপুরা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ।