বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খাদে, আহত-৫
বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খাদে, আহত-৫
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৯মি.)ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর বাজারের পশ্চিমে রাস্তার উপরের বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খাদে পড়ে গেলে ট্রাক চালকসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর থেকে বিচ্ছিন্ন রয়েছে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ত্রিশালের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধা ৫টার দিকে শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাক বেইলি ব্রিজ অতিক্রম করতে গিয়ে এ দূর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয়রা জানান, শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাক বেইলি ব্রিজের উপরে উঠলে ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে পড়ে যায়। তবে ট্রাকটি খাদে পড়ায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।এসময় চালক ও হেলপারসহ তিন পথচারি আহত হন। তারা আরও জানান, হঠাৎ বিকট শব্দে ব্রিজটি ভেঙে ট্রাকসহ খাদে পড়ে যায়। পরে এলাকাবাসি চালক ও সহকারী চালককে (হেলপার) উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাদের জানান, এ দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযানে নেমে যায়। সেইসাথে ময়মনসিংহ থেকে ডুবুরিদল এসে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে আর কোন হতাহতের সন্ধান না পেয়ে অভিযানের সমাপ্তি ঘোষনা করে। এদিকে ব্রিজ ভেঙে পড়ায় খাদের দু’পাশে শতশত যানবাহন আটকে পড়ে যায়।
ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদিন খান তুহিন তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল পরিদর্শন কালে এলাকাবাসিকে জানান, ব্রিজটি দ্রুত সংস্কারে উর্ধŸতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করবেন।