বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বিজিবি দিবস পালিত
পানছড়িতে বিজিবি দিবস পালিত
পানাছড়ি প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৮মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিজিবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে ৩বিজিবি লোগাং জোনের উদ্যেগে বিজিবি‘র পানছড়িস্থ সদর দপ্তরে সংক্ষিপ্ত শুভেচ্ছা সভা ও প্রতিভোজ অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন ৩বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি। আলোচনা সভায় বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)‘র ঐতিহাসিক দিক এবং ত্যাগের ইতিহাস তুলে ধরে অধিনায়ক বলেন, দেশ এবং দেশের সীমান্ত রক্ষায় বিজিবি নিজেদের জিবণ বিপন্ন করে কাজ করেছে, করছে এবং জিবণের শেষ রক্ত বিন্দু দিয়ে আগামীতেও করবে। এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বিজিবি‘র জোয়ানরা নিজের জিবন দিয়েছে। তিনি ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, দেশ আপনার আমার সকলের তাই সবাই মিলে দেশের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা করে দেশের সেবায় সদাসর্বদা প্রস্তুত থাকার আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক লেঃ শেখ সাদী, আ’লীগ সভাপতি মো. বাহার মিয়া, ৫ইউপি চেয়ারম্যান, সরকারী দপ্তরের কর্মকর্তাদ্বয়, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিগন ও বিজিবি‘র জোয়ানগন।