বৃহস্পতিবার ● ২১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বৃক্ষ ও বন জরিপ বিষয়ক কর্মশালা
পানছড়িতে বৃক্ষ ও বন জরিপ বিষয়ক কর্মশালা
পানছড়ি প্রতিনিধি :: (৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনিময় কর্মশালা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ২১ ডিসেম্বর আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে কর্মলাশায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
জাতিসংঘের এফ.এ.ও‘র ন্যাশনাল কনসালটেন্ট রাজীব মাহমুদ এর তথ্য-উপাত্ত উপস্থাপিত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. বাহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গা প্রমূখ।
পানছড়ি বন বিভাগের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের এই সভায় ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, সাহজাহান কবির সাজু, নতুন ধন চাকমা, সমর বিকাশ চাকমা জলৎকার, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা‘র বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ বন বিভাগের এসিএফ আনিসুর রহমান।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ পরিচালিত সভায় বৃক্ষ ও বন জরিপ কাজে প্রশাসন, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজ, হেডম্যান, কার্বারীসহ সকলের সহযোগীতা কামনা করা হয়।