শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » বঙ্গবন্ধুকে নিয়ে গানের একটি এ্যালবাম তৈরী
বঙ্গবন্ধুকে নিয়ে গানের একটি এ্যালবাম তৈরী
ঝিনাইদহ প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) ঝিনাইদহের মহেশপুর বঙ্গবন্ধু পাঠ চক্রের তত্বাবধনে ঝিনাইদহ-(মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের প্রচেষ্টায় বঙ্গবন্ধুকে নিয়ে গানের একটি এ্যালবাম তৈরী করা হয়। বঙ্গবন্ধুকে নিয়ে গানের এ্যালবামটি সংসদ সদস্য নবী নেওয়াজ গত বুধবার গন ভবনে তার কন্যা অরনীর হাত দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন। যা এখন সামাজিক মাধ্যম ফেজবুক ও ইউটইবে বঙ্গবন্ধুর গান ২০১৭ সার্চ করলেই পাওয়া যাচ্ছে।
বঙ্গবন্ধুকে নিয়ে ১২টি গানের শিল্পী হচ্ছেন সাইফ আলী,রবিন ইসলাম মন্টু,খন্দকার আবির আমাম্মেদ। গানের গীতিকার ও সুরকার খন্দকার রফিকুল ইসলাম। কৃতজ্ঞতায় হাবিবুর রহমান সরকার। গানের ভিডিও চিত্র ধারন করেছেন কৃষ্ণ কুমার হালদান। বঙ্গবন্ধুকে নিয়ে গানের এ্যালবামটি এখন ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছ।
উল্লেখ্য ২০১৭ সালের ১০ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এম,পি বঙ্গবন্ধুকে নিয়ে গানের এ্যালবামটির মোড়ক উন্মোচনের উদ্ধোধন করেন।