শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তিন জেলায় কর্মরত শিক্ষক ও কর্মচারীদের পাহাড়ী ভাতার দাবিতে স্মারকলিপি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তিন জেলায় কর্মরত শিক্ষক ও কর্মচারীদের পাহাড়ী ভাতার দাবিতে স্মারকলিপি
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.) খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দবান পার্বত্য জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের পাহাড়ী ভাতাসহ অন্যান্য মৌলিক ও ন্যায্য চাহিদা পূরণের দাবিতে শিক্ষা মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।
আজ শুক্রবার বিকালে সার্কিট হাউজে মাননীয় শিক্ষা মন্ত্রী নরুল ইসলাম নাহিদের হাতে এ স্মারকলিপি দেওয়া হয়েছে।
এসময় বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি মো. ওমর ফারুক ও সম্পাদক অংপ্রু মারমাসহ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।