শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » অসাম্প্রদায়িক চেতনা নিয়ে একমাত্র বাংলাদেশ সৃষ্টি
অসাম্প্রদায়িক চেতনা নিয়ে একমাত্র বাংলাদেশ সৃষ্টি
উখিয়া প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৮মি.) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নিকারুজ্জামান চৌধুরী রবিন বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি অনন্য দেশ। কেননা, বাংলাদেশই একমাত্র অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সৃষ্টি হয়েছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে। তারপর থেকেই সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে এদেশে। সকল ধর্মের মানুষের সাথে আমাদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কই আছে বলেই প্রত্যেক ধর্মের মানুষ এতো সুন্দর করে বড় বড় অনুষ্ঠান করতে সক্ষম হয়।
২২ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে উখিয়ার পাতাবাড়ী কেন্দ্রীয় আনন্দ ভবন বিহারে অনুষ্ঠিতব্য ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর তিন দিনব্যাপী “প্রয়াত: ভদন্ত রেবতপ্রিয় মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া” অনুষ্ঠানের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে ৩৮০জন স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি অনুষ্ঠিতব্য অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের নানা বিষয়ে খোঁজ খবর নেন এবং প্রয়াত: রেবতপ্রিয় মহাথের’র সংরক্ষিত মৃতদেহ দর্শন শেষে সভাস্থল পরিদর্শন করেন।
এ সময় উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, যেহেতু বর্হিবিশ্বের লোকজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাই দেশের ভাবমূর্তি রক্ষা সহ অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও তিনি জানান।
উপস্থিত ছিলেন, উদ্যাপন পরিষদের সভাপতি ভদন্ত কুশলায়ন মহাথের, ভদন্ত জ্ঞানলংকার মহাথের, এড. অনিল কান্তি বড়ুয়া, কলেজ শিক্ষক প্লাবন বড়ুয়া, অনিল বড়ুয়া, মিলন বড়ুয়া, শিক্ষক আশীষ বড়ুয়া, টিটু বড়ুয়া, পলাশ বড়ুয়া প্রমুখ।