বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » লংগদুতে বন্য হাতির আক্রমণে ১ মহিলা আহত
লংগদুতে বন্য হাতির আক্রমণে ১ মহিলা আহত
লংগদু (রাঙামাটি)প্রতিনিধি :: ২ ডিসেম্বর বুধবার রাঙামাটি জেলার লংগদু উপজেলার ভাসান্যাদম
ইউনিয়নের ১০ নং রাঙাপানিছড়া গ্রামে মঙ্গলবার ভোরে বন্য হাতির আক্রমণে এক অজ্ঞাত মানসিক প্রতিবন্ধি গুরুতর আহত হয়েছেন।
ঘটনা সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার বন্য হাতি আমাদের গ্রামে আক্রমণ করে। রাত আনুমানিক ১১ টার দিকে ২টি বন্য হাতি গ্রামে হানা দিলে স্থানীয় লোকজন আগুনের মশাল দিয়ে হাতি গুলোকে গ্রাম থেকে তারিয়ে দেয় সবাই ঘরে চলে যান।সকালে জানতে পারি যে,অজ্ঞাত এক মহিলাকে হাতি মারাত্মক ভাবে আহত করেছে।তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করতে লগদু থানা এ এস আই মোঃ সেলিম,এ এস আই রোকন,স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডার,ইউপি চেয়ারম্যান জহির উদ্দিনসহ উপস্থিত লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।মহিলাটির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
আপলোড :২ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪৭ মিঃ