শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ধর্ম » ময়মনসিংহের আঞ্চলিক ইজতেমা শেষ হলো : সমাপ্তি দিনে ১ মুসল্লির মৃত্যু
ময়মনসিংহের আঞ্চলিক ইজতেমা শেষ হলো : সমাপ্তি দিনে ১ মুসল্লির মৃত্যু
ময়মনসিংহ অফিস :: (৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৮মি.) আল্লাহ আল্লাহ ধ্বনিতে মূখরিত ময়মনসিংহ অঞ্চলের তিন দিন ব্যাপী এ ইজতেমা ময়দান আজ শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো। শেষদিনে ইজতেমা ময়দানে তসবিহ পড়তে পড়তে এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়ার খবর পাওয়া গেছে। জেলা সদর ইজতেমা ময়দান বাড়েয়ায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা গ্রামের বৃদ্ধ হোসেন আলী শনিবার সকাল ৯টার দিকে নাস্তা সেরে তসবিহ পড়ছিলেন। এসময় হঠাৎ তিনি অসুস্থ্য হয়ে পড়লে মাঠেই মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
মুসল্লিরা আরও জানান ইজতেমায় এসে আল্লাহ’র নাম নিতে নিতে তসবি পড়ার সময় মাঠেই মারা যান তিনি। পরে ইজতেমা মাঠে আখেরি মোনাজাত শেষে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।
এদিকে প্রায় কয়েক লক্ষ মানুষের মিলন মেলায় আল্লাহ সানিধ্য পাবার অশার অখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দূরদুরান্ত থেকে মানুষজন মাঠে আসতে শুরু করে। ভোর হবার আগেই ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা কানায় কানায় ভরে যায়। ময়মনসিংহ নগরীর সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবি মানুষজনও তাদের কাজকর্ম বন্ধ রেখেই আখেরি মোনাজাতে সামিল হতে মাঠের পথে পা রাখেন। ইজতেমা মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক, বাসা-বাড়ীর উঠান ও ছাদে বসেও আখেরী মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মানুষের স্রোত বাড়ার এক পর্যায়ে ভীড়ের চাপে আর এগোতে না পেরে যে যেখানে পেরেছেন সেখানে বসেই মোনাজাতে সামিল হয়ে আল্লাহ আল্লাহ ধ্বনিতে আর চোখের পানিতে ময়মনসিংহের মাটি ভিজিয়েছেন। এতে বাদ যাননি ধর্মমন্ত্রী আলহাজ্জ অধ্যক্ষ মতিউর রহমান,বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক ও পৌর মেয়রসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
চতুর্থবারের মতো আয়োজিত বৃহস্পতিবার ভোরে আমবয়ানের মাধ্যমে শুরু হওয়া তিন দিন ব্যাপী ময়মনসিংহের এ আঞ্চলিক ইজতেমা শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো।
বিশ্ব ইজতেমার অংশ হিসেবে এবার তাবলীগ জামায়াতের আঞ্চলিক ইজতেমা বিভাগীয় শহর ময়মনসিংহে এটি হচ্ছে ৪র্থ ইজতেমা। তার আগে ময়মনসিংহে জেলায় ২০০৩ সালে প্রথম, এরপর ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৫ সালে তৃতীয় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়।