শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ফেসবুক ইতিহাস মুছবেন কী করে ?
ফেসবুক ইতিহাস মুছবেন কী করে ?
অনলাইন ডিজিটাল ডেস্ক :: দিনের অনেকটা সময় কেটে যায় ফেসবুকে। জেনএক্সের টাইম পাসের অন্যতম মাধ্যম এই ফেসবুক। কোনও বন্ধুকে বা কোনও পেজ খুলতে চটজলদি সার্চ অপশনে টাইপ করতে হয়। আর সেখানে স্টোর হয়ে যায় সার্চ ইতিহাস। পরে কোনও বর্ণ বা শব্দ টাইপ করলেই সার্চ ইতিহাস থেকে চলে আসে কাঙ্খিত ব্যক্তির প্রোফাইল। কোনও বন্ধুর সামনে এই ঘটনা আপনাকে বিব্রত করতে পারে। তাই দেখে নিন কীভাবে অ্যাপ বা ওয়েবসাইট থেকে ফেসবুকের সার্চ ইতিহাস মুছে দেবেন।
❏ প্রথম ধাপ— ওয়েবসাইটে ফেসবুক প্রোফাইলে গিয়ে ‘Activity Log’ or ‘View Activity Log’ সার্চ করুন
❏ দ্বিতীয় ধাপ— ‘Activity Log’–এ গেলে দেখা যাবে আপনার কাজ কর্মের ইতিহাস। মানে কোন বিষয়ে লাইক, কমেন্ট বা রিঅ্যাক্ট করেছেন।
❏ সেখানেই বাঁদিকে দেখা মিলবে ‘মোর’ অপশন। সেই অপশন ক্লিক করলেই দেখা যাবে সার্চ ট্যাব।
❏ সেখানে একেবারে ডানদিকে ‘ক্লিয়ার সার্চেস’ ক্লিক করুন। মুছে যাবে অতীতের সার্চ রেকর্ড।
অ্যাপের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম—
❏ সার্চ বারে গিয়ে নিচের দিকে আসুন।
❏ একেবারে ডানদিকে দেখা যাবে ‘এডিট’ অপশন। সেখানে ক্লিক করলেই Activity Log পাতা খুলে যাবে।
❏ সেখানে ক্লিয়ার সার্চেস অপশন ক্লিক করলেই সব মুছে যাবে। তবে তার আগে আপনি অতীতের সার্চ মুছতে চান কিনা জিজ্ঞাসা করা হবে।