সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাহারাদারকে বেধে ৫ লাখ টাকার মাছ লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা
পাহারাদারকে বেধে ৫ লাখ টাকার মাছ লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.১৯মি.) নওগাঁর আত্রাইয়ে অস্ত্রের মুখে পকুরের পাহারাদারের হাত পা ও মুখ বেধে পুকুরের মাছ লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের কান্দরের বিলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মাছ লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনায় আহত পুকুরের পাহারাদার মো. শহিদুল ইসলাস (৩৮) কে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেল্রা হাটকালুপাড়া ইউনিয়নের কান্দরের বিলে ১০ বিঘা আয়তনের একটি পুকুরে মাছচাষ করেন নন্দনালী গ্রামের মাছচাষি হাবিবুর রহমান বেলাল। ওই পুকুর থেকে দুই একদিনের মধ্যে মাছ ধরে বাজারে বিক্রয়ের প্রস্তুতি চলছিলো। রবিবার দিবাগত রাত ১টার দিকে প্রায় ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যাক্তি পুকুরের পাড়ে গিয়ে পাহারাদারের ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পাহাড়াদার শহিদুলের মুখ ও হাত পা লুঙ্গি ও মশারি দিয়ে বেধে পুকুর থেকে প্রায় ৩শ ফিট দুরে ভুট্টার জমিতে ফেলে রাখে। এ সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র পদর্শন করে পাহারাদারকে ভয় দেখিয়ে পুকুরে জাল দিয়ে মাছ ধরে পালিয়ে যায়।
পরে সকালে ফজরের নামাজ শেষে লোকজন রাস্তার পাশে ভুট্টার জমিতে গাছ দুলতে দেখে কাছে গেলে অবরুদ্ধ শহিদুলকে দেখতে পায় এবং তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। তবে রাতের আধারে কারা এই ঘটনা ঘটিয়েছে জানেন না বলে জানায় ক্ষতিগ্রস্ত মাছচাষি হাবিবুর রহমান।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিষয়টি আমি শুনেছি এবং তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।