সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বগুড়া » সহায়তার দোহাই দিয়ে বগুড়া’য় খেলার মাঠে দোকান-পাট নির্মান করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ
সহায়তার দোহাই দিয়ে বগুড়া’য় খেলার মাঠে দোকান-পাট নির্মান করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ
বগুড়া প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০২মি.) বিদ্যালয়ের উন্নয়ন এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার দোহাই দিয়ে বগুড়া’র শাজাহানপুরে শাবরুল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে পাকা দোকান-পাট নির্মান করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে ১নং আশেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফিরোজ আলম এর নিকট এলাকাবাসী লিখিত অভিযোগ করেন। ফিরোজ আলম বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। অভিযোগ আমলে নিয়ে দোকান নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ইউএনও। এলাকাবাসী আজ ২৫ ডিসেম্বর সোমবার এ বিষয়ে শাবরুল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রানিরহাট স্কুল ও কারিগরি কলেজ অধ্যক্ষ মো. আবু জাফর আলী, ১নং আশেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফিরোজ আলম, শাহজাহানপুর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মো. নজরুল ইসলাম (মাস্টার), আশেকপুর আওয়ামীলীগ ইউনিয়ন সহ সভাপতি আব্দুল মালেক এবং ম্যানেজার আকবরিয়া ও সভাপতি শাবরুল ঈদগাহ্ মাঠ মো. শামীম তালুকদার প্রমুখ।
এসময় বক্তরা বলেন জনগনের উর্ধে কেউ নয়, জনগন চাচ্ছে না বিদ্যালয়ের মাঠ দখল করে দোকান নির্মান হোক। মাঠে দোকান হলে মাঠ ছোট হয়ে যাবে এতে শিক্ষার্থীরা ভালভাবে খেলাধুলা করতে পারবেনা। বক্তরা আরো বলেন এখানে দোকান ঘর নির্মান হলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে এমন কোনো কাজ করা যাবে না।
আলোচনা সভার সর্বশেষে দোকান যেটুকু নির্মান হয়েছে সেটুকু ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।