সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বিজয় মেলা মাতিয়ে গেলেন খাগড়াছড়ি জোন কমান্ডার জিএম সোহাগ
পানছড়িতে বিজয় মেলা মাতিয়ে গেলেন খাগড়াছড়ি জোন কমান্ডার জিএম সোহাগ
পানছড়ি প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০০মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা চলামান বিজয় মেলা মাতিয়ে গেলে খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল জি.এম সোহাগ পিএসসি। আজ সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্টিত বিজয় মেলায় তিনি গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দেন।
এসময় তিনি প্রথম গান পরিবেশন কালে দর্শকরা মূহুমূহু করতালি দিয়ে মূখরিত করে তুলেন মেলা এলাকা। প্রথম গান পরিবেশ শেষে মঞ্চ থেকে নেমে যেতে চাইলে দর্শকদের জোড় অনুরোধে আরো ২টি গান পরিবেশ করেন। সাংস্কৃতিক বান্ধব এই সেনা কর্মকর্তা।
প্রসঙ্গত, জোন কমান্ডার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকার চাকমা, ত্রিপুরা, মারমা, সাঁওতাল, হিন্দু ও মুসলিম সম্প্রদায়গুলোর মাঝে পূর্ব ঘোষনা ছাড়াই শীতার্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন এসময় আরো উপস্থিত ছিলেন, পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম, মেজর মাহী আহম্মেদ চৌধুরী।
এসময় শীতার্থরা জানান এই শীতবস্ত্র শীত নিবারণে বিশেষ সহায়ক ভুমিকা পালন করবে। মানবতার সেবায় প্রতি বছর বাংলাদেশ সেনা বাহিনী অসহায়, নিরীহ, গরীব-দুঃখী, দুঃস্থ, মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগীতার পাশাপাশি গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের অর্থিক সহযোগীতা দিয়ে আসছে সেনা বাহিনী।