মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » জনগনের উপস্থিতি ছাড়াই পানছড়িতে ইউপিডিএফ‘র প্রতিষ্টাবার্ষিকী পালিত
জনগনের উপস্থিতি ছাড়াই পানছড়িতে ইউপিডিএফ‘র প্রতিষ্টাবার্ষিকী পালিত
পানছড়ি প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫২মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সাধারণ জনগনের উপস্থিতি ছাড়াই দায়সারা ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ যোগ্য কোন কর্মসূচী গ্রহণ করা হয়নি।আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালের দিকে উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দুরে বড়কলক এলাকায় শিশু কিশোরদের নিয়ে ফটো সেশন করার মাধ্যমেই সম্পন্ন করা হয় প্রতিষ্টাবার্ষিকীর অনুষ্টান।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্টানিক ভাবে সংগঠনটি প্রতিষ্টা করেন প্রসীত বিকাশ খীসা। প্রতিষ্টা লগ্নে জন গনের ব্যপক সহানুভূতি পেলেও ব্যপক হারে চাঁদাবাজি, অপহরণ, অপহরণ পরবর্তি হত্যা, মুক্তিপণ আধাঁয়সহ নানা কারণে সংগঠনটি বির্তকিত হয়ে পড়ায় জনগন মুখ ফিরিয়ে নেয় এই সংঠনটির উপর থেকে। যার কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে প্রসীত বিকাশ খীসা‘র হাতে গড়া ইউপিডিএফ। ফলে চলিত বছর ভাঙ্গনের মুখে পড়ে গনতান্ত্রিক ইউপিডিএফ নামে আলাদা সংগঠন। সেই থেকে রাজ পথে বিচরণ/উপস্থিতি কমে যায় ইউপিডিএফ‘র (প্রসীত বিকাশ খীসা)‘র। তবে সংগঠনটিন অস্ত্র ও ক্যাডার বাহিনী থাকায় মুখ খুলতে সাহস পায়না পার্বত্যবাসী। অপর দিকে সংগঠটির নেতারা জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফ পতাকা তলে সমাবেত হওয়ার আহ্বান বারবার জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না।