বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুরুদাসপুরে পৌর নির্বাচনে বিএনপি নেতা আমজাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী
গুরুদাসপুরে পৌর নির্বাচনে বিএনপি নেতা আমজাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী
গুরুদাসপুর প্রতিনিধি :: আসন্ন গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. আমজাদ হোসেন৷
জানা যায়, তৃণমুল নেতাকর্মিদের মতামতকে উপেক্ষা করে মো. আব্দুল আজিজকে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও মশিউর রহমান বাবলুকে পৌর বিএনপি’র আহ্বায়ক করায় এবং আমজাদ হোসেনের মত হেভিওয়েট নেতাকে দলীয় গুরুত্বপূর্ণ কোনো পদে না রাখায় তার কর্মি সমর্থকরা বিক্ষুব্ধ হয় ৷ আবার তাকে পৌর নির্বাচনে মনোনয়ন না দেয়ায় দ্বিধাবিভক্ত বিএনপি’র মধ্যে আবারও ফাটল ধরলো ৷
আমজাদ হোসেন বলেন, দলের ক্রান্তিকালে আমি মাঠে ছিলাম এবং আছি ৷ জনগনের অকুন্ঠ সমর্থনে আমিই মেয়র নির্বাচিত হবো ৷ অপরদিকে দলের ত্যাগী নেতাকর্মিরা মনে করেন, অভ্যনত্মরীন কোন্দল না মিটলে নির্বাচনে ভরাডুবি অনিবার্য ৷
জানতে চাইলে মশিউর রহমান বাবলু বলেন, আমজাদ হোসেন দলের বাইরের একজন স্বতন্ত্র প্রার্থী ৷ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নিঃসন্দেহে আমিই বিজয়ী হবো ৷